বাঘায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৯:০৫ পিএম

মোহাম্মদ বীন মাহি
রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ বীন মাহি (তামিম সরকার) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে।
বুধবার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মোহাম্মদ বীন মাহি উপজেলার আমোদপুর গ্রামের আলী হোসেন ওরফে মিলনের ছেলে। সে বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (র.) ফাজিল মাদ্রাসার ছাত্র ছিল।
জানা যায়, মোহাম্মদ বীন মাহি সাঁতার জানতো না। চাচাতো ভাইদের সঙ্গে পাশের গ্রামের নিশ্চিন্তপুর এলাকার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। এ সময় পুকুরের পানিতে তলিয়ে মারা যায়।
নিহতের চাচা আব্দুল নুহু সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সঙ্গে থাকা ছেলেদের ডাকে লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। সন্ধ্যা সাড়ে ৭টায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।