পদ্মায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৭:১৮ পিএম

ফাইল ছবি
সাতক্ষীরার তালা উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নেপাল বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) বিকেল থেকে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে নিখোঁজ হয় সে । শনিবার (৬ মে) সকালে নদীতে তার লাশ ভাসতে দেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা।
নিহত নেপাল উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কিছুদিন আগে নেপাল তার স্বজনদের সাথে পদ্মা নদীতে মাছ ধরার জন্য যায়। এর পরে গত বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে নিখোঁজ হয় সে। পরে তার পরিবারের লোকজন বাঘা থানায় একটা নিখোঁজ ডায়েরি করে। আজ সকালে নদীতে হঠাৎ লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে তার পরিবারের লোকজনকে জানায়।
তিনি আরো জানান, তাকে হত্যা করা হয়েছে, না পানিতে ডুবে মারা গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ওই থানার পুলিশ জানিয়েছে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনটি তিনি শুনেছেন। ঘটনাস্থল রাজশাহী জেলার আওতায়।