রাজধানীর সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, ঈশ্বরদীতে খুলনা থেকে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’, লাইড়িমোহনপুর স্টেশন কলকাতা থেকে ঢাকাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ ও পূর্বদিকে জামতৈল স্টেশনে ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’-সহ দুই পাশে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন শত শত যাত্রী। এছাড়া কমলাপুর থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গগামী সব ট্রেনের ব্যাপক সিডিউল বিপর্যয় ঘটেছে।
শুক্রবার (৫ মে) রেলওয়ের পক্ষ থেকে এক বিবিৃতিতে জানিয়েছে, এ দুর্ঘটনার ফলে উত্তর ও দক্ষিণ বঙ্গগামী সব ট্রেন পাঁচ-ছয় ঘণ্টা বিলম্ব হতে পারে। সেই কারণে যেসব যাত্রী উত্তর ও দক্ষিণ বঙ্গগামী ট্রেনের টিকেট কিনেছেন তারা ওই ট্রেনের টিকেটের টাকা ফেরত নিতে পারবেন।
দুপুর দুইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।