রূপপুরে রাশিয়ান নারীর লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৮:১৭ পিএম

ফাইল ছবি
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে এক রাশিয়ান নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) সকালে গ্রিনসিটির একটি ভবনের ১৪৬ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত ওই নারীর নাম রিয়াবোভা গুলনারা (৫১)। তিনি এই প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট (এএসই) প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মত বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বেড় হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোন সারাশব্দ পান না। পরে থানায় খবর দেয়া হলে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ গিয়ে দড়জা ভেঙে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়না তদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।