ফটিকছড়িতে সড়কের গাছ কেটে নিল প্রভাবশালী মহল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৪:২৬ পিএম

ছবি: ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ভোর বেলার নিরবতার সুযোগ কাজে লাগিয়ে সড়কের ধারে রোপিত গাছ কেটে নিয়েছে প্রভাবশালী মহল। শনিবার (২৯ এপ্রিল) ভোর সকালে নাজিরহাট রামগড় সড়কের সুয়াবিল অংশ হতে সরকারি গাছ কেটে নিয়ে যায় চক্রটি।
এদিকে, একের পর এক প্রভাবশালী কর্তৃক এ সড়কের গাছ কেটে নিয়ে যাওয়ায় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, এলজিইডি বিভাগের অধীনে এ সড়কের ১০/ ১২টি গামারী, মেহগনি ও আকাশমনি গাছ কেটে টুকরো করে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি গাছের গুড়ি গুলো যাতে নজরে না আসে সে জন্য লতা পাতা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে গাছগুলো কার নির্দেশে কাটা হচ্ছে জানতে চাইলে তারা স্থানীয় আনোয়ার ও শফির নাম উল্লেখ করেন।
সরকারী গাছ কাটে ফেলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আনোয়ার ও শফি বলেন, যেসব গাছের ডাল পালা নেই, মরে যাচ্ছে, শুধুমাত্র সে গুলো কাটা হচ্ছে। কোন ধরনের অনুমতি আছে কিনা জানতে চাইলে দুইজনের কেউ সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির মন্তব্য জানতে চাইলে বলেন, খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগের লোক পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে অভিযৃক্তদের ডাকা পাঠানো পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিগত ৬ মাসে কয়েক দফায় এ সড়কের তিন চারটি স্থান হতে মূল্যবান গাছ কেটে নিয়ে যায় প্রভাবশালীরা। এ নিয়ে বারবার সংবাদ প্রচার হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।