বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৪:২০ পিএম

ছবি: পঞ্চগড় ও তেতুঁলিয়া প্রতিনিধি
ঈদুল ফিতরের টানা ১০দিন বন্ধ থাকার পর চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর সচল হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানীর কার্যক্রম চালু হয়েছে।
সকালে বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ পবিত্র শবে-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে ১০দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে পাসপোর্ট ও ভিসাধারী ইমিগ্রেশনের লোকপারাপার স্বাভাবিক ছিল। শনিবার সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে চালু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীপারাপার স্বাভাবিক ছিল।