বাহেরচরে ঝড়ের কবলে আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:৪৬ এএম

ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটের বিপরীতে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচরে ভ্রমণে গিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টায় কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ৯৯৯-এ কল পেয়ে আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুরের কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর বাহেরচর থেকে ২২ জন শিক্ষার্থীকে উদ্ধার করেন কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, পরবর্তীতে স্টেশন কমান্ডার চাঁদপুরের অনুমতিক্রমে শিক্ষার্থীদের যার যার গন্তব্যস্থলে পাঠানো হয়। ঝড়ের কবলে পড়া শিক্ষার্থীরা সকালে সুস্থ আছে। শিক্ষার্থীরা উত্তর মতলব ও কচুয়া এলাকার বাসিন্দা।