মিরসরাইয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে যুবলীগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:২৬ এএম

ছবি: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকের ২৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামে কৃষক আনোয়ার হোসেনের জমির ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, শাহাদাত হোসেন ভুইয়া, হাসান হাবীব রনি, ফখরুল ইসলাম মুন্না, মোশাররফ হোসেন, মেজবা উদ্দিন রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আরিফুর রহমান, গেন্ডারিয়া থানা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আরেফিন অন্তর, রিফাত হাওলাদার, মিরসরাই ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন।
[caption id="attachment_426091" align="alignnone" width="1403"]
কর্মসূচি নিয়ে যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আওতায় এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের সার্বিক তত্বাবধানে আমরা মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ধান কাটা কর্মসূচি পালন করেছি। ভবিষ্যতেও আমাদের এসব মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে।
[caption id="attachment_426092" align="alignnone" width="1411"]