তেঁতুলিয়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে ট্রাক চাপায় ওয়াজেদ আলী (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওয়াজেদ একই ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উকিলজোত এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়াজেদ নামে ওই কৃষক বাইসাইকেলযোগে পার্শ্ববর্তী গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে তেঁতুলিয়া-বাংলাবান্ধা উকিলজোত মহাসড়কে পৌঁছাতে সাইকেল আরোহীকে পেছন থেকে আসা দ্রুত গামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঢাকা মেট্রো ট-১৮-৭২৭৮ নাম্বারের ঘাতক ট্রাকটিকে আটক করা হয় ।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন- ট্রাকটিও আটক করা হয়েছে।