দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ১২:৩০ পিএম

ফাইল ছবি
দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় রেজাউল (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনায় ঘটে।
আহত এসএসসি শরীফ হোসেন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। রেজাউল ওই গ্রামের সাইজুদ্দিনের ছেলে। এ ঘটনায় শুক্রবার ২১ এপ্রিল ভোর রাতে খোসকান্দি গ্রামের আলী জব্বরের স্ত্রী নার্গিস বেগম ও হাসেম মিয়ার স্ত্রী মর্জিনা আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহতের চাচাত ভাই বাহাউদ্দীন, আমিনুল ও হাসান জানান, খোশকান্দি গ্রামের হারুন মিয়ার চা দোকানে একই গ্রামের (ফকির বাড়ি) মোরশেদ মিয়ার ছেলে মো. শরীফ (১৮) এর সঙ্গে সামান্য কথা নিয়ে পাশের বাড়ির (মধ্যপাড়া) কফুল মিয়ার ছেলে আলী জব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী জব্বর শরীফকে মারধর করে। এঘটনা শুনে শরিফের চাচাতো ভাই রেজাউল করিম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে লাঠি সোটা নিয়ে লতিফ মিয়ার ছেলে জহিরসহ আলী জব্বর, হাসেম খান, মানজুসহ ১০-১২ জন শরীফ ও রেজাউলকে পিটিয়ে ফেলে রাখে।
তারা আরো বলেন, আমরা তাদেরকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে নেয়ার পথে রেজাউল মারা যায়। আহত শরীফ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, শরীয় ও রেজাউলের মাথায় আঘাত থাকায় তাদের ঢাকায় রেফার করি। পথেই রেজাউল মারা গেলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঞা বলেন, হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই ইউসুফ বাদি হয়ে মামলা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভোর রাতে দুজনকে আটক করা হয়েছে। আর এঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে সেজন্য পুলিশ টহল রয়েছে। পাশাপাশি গ্রামপুলিশের পাহাড়া বসানো হয়েছে।