আলীকদম জোন কর্তৃক ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম

ছবি: ভোরের কাগজ



বান্দরবান আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অসহায়, গরীব, এতিম ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আলীকদম সেনা জোনের আওতাধীন রুপসীপাড়া ক্যাম্প এলাকায় এই ত্রাণ সামগ্রী এবং বিকাল ৪টায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এ ধরনের ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।