লালমনিরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৭:২১ পিএম

ছবি: ভোরের কাগজ
রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম রেলপথের মহেন্দ্রনগর স্টেশনের পয়েন্ট কমিউটার ট্রেনের শেষ একটি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন দুপুর ১২টায় ওই এলাকায় লেভেল ক্রসিং গেটে এ ঘটনা ঘটে।
এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন লেভেল ক্রসিং ক্ষতিগ্রস্থ হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সঙ্গে রংপুর -কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
লালমনিরহাট রেলওয় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন কে নিশ্চিত করে বলেন, চিলমারী কমিউনিটি ট্রেনটি কুড়িগ্রাম থেকে রংপুর- লালমনিরহাট যাবার পথে মহেন্দ্রনগর রেল স্টেশনে ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়। লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন গিয়ে বগিটির উদ্ধার তৎপরতা চালাচ্ছে।