আলফাডাঙ্গায় আশিক একাডেমির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ পিএম

ছবি: ভোরের কাগজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠান আশিক একাডেমি'র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা সদর বাজারের চুয়াল্লিশের মোড় নামক স্থানে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আশিক একাডেমির পরিচালক মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থীগণ অংশ নেন। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
চাকরি নামক সোনার হরিণ, মন্দা ব্যবসা কিংবা পরনির্ভরশীলতা কমাতে আত্ম কর্মসংস্থানের যখন বিকল্প নেই তখন নানান বয়সীদের যুগপত প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আত্ম স্বাবলম্বী করার প্রয়াসে ২০২১ সালের জানুয়ারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 'আশিক একাডেমি'।