×

সারাদেশ

খুলনায় পুরোদমে জমে উঠেছে ঈদ বাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১১:২৯ এএম

খুলনায় পুরোদমে জমে উঠেছে ঈদ বাজার

ছবি: সংগৃহীত

   

খুলনায় পুরো দমে জমে উঠেছে ঈদের বাজার। বিভিন্ন শপিং মল ও বিপনি বিতানে এখন ক্রেতাদের উচড়ে পড়া ভিড়। ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততোই বাড়ছে। পরিবারের সবাইকে নতুন সাজে সাজাতে কাপড়ের দোকান থেকে শুরু করে জুতাসহ কসমেটিকের দোকানে এখন কেনাকাটায় ব্যস্ত সবাই। তবে ঈদ বাজারের ক্রেতারা ভারতমুখী, তাই শঙ্কায় দেশি ব্যবসায়ীরা।

রোজার শুরু থেকেই বাহারী নামের ও ডিজাইনের পোশাকের পশরা সাজিয়েছেন বিক্রেতারা। মার্কেটও এখন নতুন পোশাকে ঠাসা। এবার পোশাকের দাম বেশি হলেও ক্রেতাদের আনা-গোনা মূলত ফ্যাশানেবল দোকানগুলোতেই। প্রতি বছরের ন্যায় এবারো মেয়েদের পোশাকে পুরোপুরিই বলিউডের সিনেমা আর হিন্দি-বাংলা সিরিয়ালের নায়িকাদের প্রভাব পড়েছে। দেশি, ভারতীয়, পাকিস্তানি থ্রি-পিস দখল করেছে ঈদের বাজার।

ছেলেদের পোশাকে পাঞ্জাবির পাশাপশি এবারো গুরুত্ব পেয়েছে ভারতীয় থাই শার্ট-প্যান্ট। এবার সারারা জারারা গাউন, লেহেঙ্গা ইত্যাদির প্রতি ঝোঁক তরুণীদের। নতুন ড্রেসের মধ্যে ন্যায়রা কাট ৪ হাজার থেকে সাড়ে ৬ হাজার, সারারা গারারা ৫ থেকে ১৫ হাজার, ভারতীয় জর্জেটের কামিজ ৫ হাজার থেকে ১৪ হাজার ও সুতি কামিজ দেড় হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ঝলমলে এই পরিবেশে ক্রেতাদের পোশাক দেখাতে ব্যস্ত এখন বিক্রেতারা। নারীদের পাশাপাশি পাঞ্জাবিসহ অন্য পোশাকের দামও এবার বাড়তি। এসব পোশাকে আঁকিবুকি ও হাতের কারচুপি করা হয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচিং করে ক্রেতারা আবার ভিড় করছে জুতা, কসমেটিক ও জুয়েলার্সের দোকানগুলোতে। খুলনা নিউমার্কেটে কেনাকাটা করতে আসা তরুণী শাম্মী জানান, এবার কালেকশন খুবই ভালো এবং দাম বেশি হলেও মানসম্পন্ন। তাই গজ কাপড়ও কিনছেন তরুণীরা। কেউ বলছেন দাম বেশি আবার কেউ বলছেন কম।

ড্রেস কিনে স্বস্তি বোধ করছেন। দামও রিজনেবল জানালেন খুলনা শপিংমলে মার্কেটিংয়ে আসা নুসরাত সুলতানা। বলেন, এবার কালেকশন অনেক ভালো। দামও আগের চেয়ে খুব বেশি না। নিউমার্কেটের বিক্রেতা সালাউদ্দিন জানান, ক্রেতারা কিনছে কম এবং মাঝারি দামের ড্রেস। তবে ইন্ডিয়ান ভিসা সহজ হওয়ায় দামি ড্রেস ক্রেতারা বাইরে থেকে কিনছে বলে অভিযোগ তার।

ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় খুলনার মানুষ অনেকটা ভারতমুখী। তারা আসন্ন ঈদ উপলক্ষে শপিংয়ের জন্য বেছে নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতকে। ফলে ক্ষতির আশঙ্কায় খুলনার ব্যবসায়ীরা। মহানগরীর নিউমার্কেটের একুশে ফ্যাব্রিকস অ্যান্ড টেইলার্সের প্রোপ্রাইটার এস এম শিপলু বলেন, আমাদের এখানে লেডিস এন্ড জেন্টসের প্রায় সব ধরনের পোশাক পাওয়া যায়।

কিন্ত এবার এখনো উল্লেখ করার মতো বিক্রি হচ্ছে না। তবে আশা করি, দ্রুত সময়ের মধ্যে বিক্রি ভালো হবে। তিনি আরো বলেন, এ বছর বিক্রি বাণিজ্য নিয়ে শঙ্কায় রয়েছি। কারণ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় খুলনার বিলাসি শ্রেণি শপিং করতে ভারতমুখী হচ্ছে। মনে রেখো বিপণি বিতানের সেলসম্যান গোপাল চন্দ্র সাহা বলেন, ক্রেতারা সব ভারতমুখী। ঈদ উপলক্ষে আমাদের যথেষ্ট কালেকশন থাকলেও বিক্রিতে এখনো সুবিধা করতে পারছি না। তবে আশা করি সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে। নগরীর শপিং কমপ্লেক্সের ফ্যাশন পয়েন্টের প্রোপ্রাইটার বলেন, এখনো খুব বেশি বিক্রি হচ্ছে না। তবে সবাই বেতন-বোনাস পেলে বিক্রি বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ক্রেতারা ভারতমুখী হচ্ছে সত্য, কিন্তু আমাদের ব্যবসায় খুব বেশি প্রভাব পড়েনি। ঈদকে সামনে রেখে নগরীর শিববাড়ী মোড়ে হোটেল সিটিইনের সামনে ঈদ আনন্দ মেলা চলছে। এ মেলার প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও এখন মেলা পুরোপুরি জমে উঠেছে। পোশাকের সঙ্গে ম্যাচিং করে ক্রেতারা ভিড় করছে জুতা, কসমেটিকস ও গহনার দোকানে। তবে গত বছরের তুলনায় এবার সব পোশাকের দাম একটু বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। সব কিছু মিলিয়ে উৎসবের ঘাটতি নেই খুলনার ঈদ বাজারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App