শাহ আমানতের মাজারে ভারতের সহকারী হাইকমিশনার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৭:২৪ পিএম

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন হযরত শাহসুফী শাহ আমানত খান (রহ.) এর দরগাহ পরিদর্শন করেছেন।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে তিনি দরগাহ শরীফে যান। এসময় হযরত শাহ আমানত খান (রহ.) এর খাদেম শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান ভারতের সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান।

সহকারী হাইকমিশনার আমানত শাহ (রহ.) এর মাজারে ভারত ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং তাদের চিরস্থায়ী বন্ধুত্বের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করে প্রার্থনা করেন। পরে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পবিত্র রমজান মাসের বরকত ভাগাভাগি করতে বাংলাদেশের কয়েকজন ভাই-বোনের মাঝে ইফতারি উপহার বিতরণ করেন বলে চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের সূত্রে জানানো হয়েছে।