ফেনীতে ১৫০০ কেজি ভেজাল মসলাসহ আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:৫৭ পিএম

ছবি: সৈয়দ মনির আহমদ, ফেনী
ধানের কুঁড়ায় ক্ষতিকারক রাসায়নিক রং মিশিয়ে ফেনীতে তৈরি হচ্ছে হলুদ ও মরিচসহ বিভিন্ন মসলা। বুধবার (৫ এপ্রিল) মধ্যরাতে ফেনী পৌরশহরের বিসমিল্লাহ কারখানায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এমন বেশ কিছু ভেজাল মসলা জব্দ করেন ।
এ সময় মো. সাঈদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
র্যাব জানায়, কিছু ব্যক্তি ফেনী পৌরশহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমি সংলগ্ন বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি করছে। এমন সংবাদে র্যাবের একটি দল মধ্যরাত সেখানে অভিযান চালায়।
আটক সাঈদ হোসেনকে জিজ্ঞাসাবাদ ও মসলা মিল ঘরে তল্লাশি করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় ভেজাল রং, চালের খুদ ও কুঁড়া মিশ্রিত দেড় হাজার কেজি হলুদ-মরিচের গুড়া জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ জানান, তিনি দীর্ঘদিন যাবত অসৎ উপায়ে চালের খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণ করে বিভিন্ন ভেজাল মসলা তৈরি করে আসছিলেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, জব্দকৃত মসলাসহ ধৃত ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।