শাল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুই সন্তানের এক জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার বাহাড়া ইউপি আঙ্গারোয়া শ্রীচৈতন্য দাসের ছেলে সুব্রত দাস (৪৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ মার্চ) রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে শাল্লা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই আঙ্গারোয়া গ্রাম থেকে সুব্রত দাসকে গ্রেপ্তার করে শাল্লা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০) মার্চ সুব্রত দাসকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, ওই নারী তার দুই সন্তানসহ বাবার বাড়ি আনন্দপুর হতে স্বামীর বাড়ি খালিয়াজুরী উপজেলার শিবপুর গ্রামে যাওয়া পথে ছায়ার হাওরে ওই নারীকে ধর্ষণ করার চেষ্টা করে বখাটে সুব্রত দাস। সেসময় ওই নারীর হাতে থাকা ছাতা ও কোলে ৬মাস বয়সী শিশুকে কেড়ে মাটিতে ফেলে রেখে ওই নারীকে ঝাপটে ধরে বখাটে সুব্রত দাস। পরে ওই নারীর চিৎকার শোনে পাশের জমিতে ঘাস কাটা অবস্থায় নির্মল দাস নামের এক কৃষক এগিয়ে আসলে ধর্ষণ চেষ্টাকারী সুব্রত দাস পালিয়ে যায়।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিতে সুব্রত দাসকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কোর্টে চালান করা হয়েছে।