কবিরহাটে কালোরাত ও গণহত্যা স্মরণে মোমবাতি প্রজ্বলন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম

ছবি: কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি
২৫ শে মার্চ কালোরাত ও গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে নোয়াখালী কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় টায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে মেয়র জহিরুল হক রায়হানের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে গণহত্যার শিকার সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ উপজেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে গণহত্যার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হান বলেন, ১৯৭১ এর ২৫ শে মার্চ গণহত্যা ছিল ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই নির্মম হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি হায়নাদের বিশ্ববাসী চিরদিন