নিহতদের মধ্যে ৯ জনই গোপালগঞ্জের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৫:৩০ পিএম

ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে যে ১৭ জনের পরিচয় জানা গেছে তাদের মধ্যে ৯ জনই গোপালগঞ্জের। এ ছাড়া খুলনার আছেন চারজন, বাকীরা বিভিন্ন জেলার বাসিন্দা।
রবিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় রেলিং ভেঙে খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল।
খুলনা থেকে অল্প কিছু যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসটির অধিকাংশ যাত্রীই গোপালগঞ্জ থেকে উঠেছিলেন বলে জানা গেছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৭ জনের মরদেহ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। তাদের মধ্যে ১৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে । একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তাদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দারা হলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও সদর উপজেলার শান্তি রঞ্জনের ছেলে অনাদী রঞ্জন মজুমদার (৫৩), শহরের পাচুড়িয়া এলাকার সামচুল হক রোডের মাসুদ আলমের মেয়ে সুরভী আলম সুইটি (২২), ব্যাংকপাড়ার বাসিন্দা আবু হেনা মস্তফার মেয়ে আফসানা মিমি (২০),সদর উপজেলার ছুটকা গ্রামের নশর আলী শেখের ছেলে সবজি শেখ, একই উপজেলার পাচুরীয়া গ্রামের মো. মাসুদের মেয়ে সুইটি আক্তার (২২), বনগ্রামের সামসুদ্দিন শেখের ছেলে মোস্তাক শেখ(৪০), গপিনাথপুর গ্রামের তৌয়ব আলীর ছেলে হেদায়েত মিয়া বাহার (৪২), টুঙ্গিপাড়া উপজেলার কাঞ্চন শেখের ছেলে মো. কবির শেখ, মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আমজাদ আলীর খানের ছেলে মাসুদ খান (৩০)। আরেক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।