শেরপুরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

ছবি: ভোরের কাগজ
শেরপুরের ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। রবিবার (১২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
থানার সূত্রে জানা গেছে, রবিবার রাত আড়াই ঘটিকার দিকে উপজেলার রাংটিয়াতে টহলরহ হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমানসহ সঙ্গীয় পুলিশ।
পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে এসে প্রাইভেটকারটি ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ির ভিতরে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত প্রাইভেটকারসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে।