আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা কিশোর-কিশোরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরের শিববাজারে স্বামী পরিত্যক্তা শ্যামলীর বাড়িতে অনৈতিক কাজের সময় ধরা পড়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করছেন কিশোর-কিশোরীর পরিবার।
শনিবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডারারপর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, আমরা পুকুরে মাছ ধরছিলাম। তিনজন ছেলে-মেয়ে শ্যামলীর বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে শ্যামলী একটি মেয়েসহ বাইরে আসে। এতে সন্দেহ হলে বাড়িতে গিয়ে দরজাতে হ্যাজবল লাগানো দেখি। পানি খাওয়ার ছলে হ্যাজবলটি খুলে ভিতরে প্রবেশ করলে রানা (১৫) ও মুনতাহাকে (১৫) আপত্তিকর অবস্থায় দেখতে পাই।
রানার পিতা আতিয়ার বলেন, আমার ছেলেকে পানি নিতে জমিতে পাঠিয়েছিলাম ৩০ মিনিটও হয় নাই। তাতে এই ঘটনা শুনতে পাচ্ছি।
পুর্ব মুরাদপুর এলাকার মোস্তা মিয়ার মেয়ে ওই কিশোরী বলেন, আমি প্রাইভেট পড়তে গিয়েছিলাম। ফিরতি পথে দেখা করেছি, আমি চাই না বিষয়টি মিডিয়াতে আসুক।
ইউপি মেম্বার নূর আমিন বলেন, ঘটনাটি সকাল থেকে লোক মুখে শুনছি, এখনো আমার কাছে কেউ আসেনি।