হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আকরাম শেখ (২৭) নামে এক নসিমন গাড়ির চালক নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দিরহাট দোপার দিঘীর পাড় এলাকায় ট্রাক ও নসিমন গাড়ির সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
সে খুলনা জেলার বাগেরহাট উপজেলার কেন্দাপাড়ার আবদুস সামাদ শেখ এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬ টার দিকে দ্রুতগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-০৫-০৮৪৬) চট্টগ্রাম নগরী থেকে হাটজারীর দিকে আসছিল। নন্দিরহাট পৌঁছালে নসিমন গাড়িটি উল্টাে বাঁক নেয়ার সময় সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নসিমন গাড়ির চালক নিহত হয়।
সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেন । দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. ডালিম হোসেন।