পানছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭ পিএম

ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়িতে পুলিশের অভিযানে খুচরা ইয়াবা ব্যবসায়ী রুবেল আহম্মেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুুর রশিদ।
এর আগে বুধবার দিবাগত রাতে জ্যোতিষ মেম্বার পাড়া হইতে পানছড়ি বাসটার্মিনাল এলাকায় যাওয়ার পথে টহল ডিউটির এসআই মো মুহিউদ্দীন ও এসআই শ্যামল কুমার সাহার নেতৃত্বে ইয়াবাসহ রাঙ্গামাটি জেলার সাপছড়ি এলাকার আব্দুল হান্নানের ছেলে (২৫) আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবাসহ আটক রুবেল আহম্মেদের বিরুদ্ধে মাদক মামলায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।