বিএনপি সভাপতির পদ থেকে অব্যাহতি চান আব্দুল আলী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি চান হাজী আব্দুল আলী। সহ-সভাপতির কাছে দেয়া তার স্বাক্ষরিত পদত্যাগপত্র রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ করেন।
পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন তিনি। ধল্লা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক এ চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভবিষ্যতে আর রাজনীতি করবেন না বলেও জানান।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফি উদ্দিন বলেন, আমার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন আমি সেটা গ্রহণ করিনি।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেন, পদত্যাগ করতে হলে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অব্যাহতি চাইতে হবে। তাছাড়া হবে না।