সরিষাবাড়ীর পিংনাতে ৭৮ ব্যাচের আনন্দঘন মিলন মেলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি ৭৮ ব্যাচের আনন্দঘন মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক ৭৮ ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামান জগলুর সভাপতিত্বে ও নজরুল আবেদিন তালুকদার লিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. আজিজুল কাহার।
[caption id="attachment_408030" align="alignnone" width="1385"]
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক তাপস সাহা, আকতার হোসেন, হাবিবুর রহমান, আব্দুল বারিক জামালী, ৭৮ ব্যাচের পক্ষে ওয়াজির আহম্মেদ লিমন, এ.কে.এম আতাউর রেজা পিন্টু, জুলফিকার আলী শওকত, আলছান আলী, রেজাউল করিম, তোফাজ্জল হোসেন মেলেটারী প্রমুখ।
এ সময় উপস্থিত সাবেক শিক্ষকদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও চাদর তুলে দেন ৭৮ ব্যাচের শিক্ষার্থীরা।