নেত্রকোণায় বসন্তকালীন সাহিত্য উৎসব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৮ পিএম

ছবি: ভোরের কাগজ
নেত্রকোণায় প্রতিবছরের মতো এবারও চলছে দিনব্যাপী ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোণা সাহিত্য সমাজ নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।
শহরের মোক্তারপাড়ার বকুলতলায় মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.গোলাম কবীর। পরে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উৎসব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বসন্তবরণ, তবলা লহরা , বাঁশি নৃত্য, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনাসহ রয়েছে নানা আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে প্রতিবছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য কোনো বছর একজন, আবার কোনো বছর দুজন কবি সাহিত্যিককে ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ দেয়া হয়। এর ধারাবাহিকতায় এবছর এই পুরস্কার পাচ্ছেন বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখায় প্রচ্ছদ শিল্পী ও শিশু সাহিত্যিক ধ্রুব এষ এবং কথা সাহিত্যিক পাপড়ি রহমান।
নেত্রকোণা সাহিত্য সমাজ গত ২৬ বছর ধরে নেত্রকোণার কৃতি সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নামে এই পুরস্কারের প্রবর্তন করেন।