রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম

ছবি: ভোরের কাগজ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানির একটি দল সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিল ও তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মো. এমদাদুল হক। তার পিতার নাম মো. সাইদুল ইসলাম।
আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিপিএসসি, সিরাজগঞ্জ, র্যাব-১২ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান।