সরিষাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৬ পিএম

ছবি: ভোরের কাগজ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি অধ্যক্ষ আব্দুর রশিদের আয়োজনে পৌর সভা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পল্লব সরকারের সভাপতিত্বে ও এ্যাডভোকেট শহিদুল্লাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।