ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
ব্রাহ্মবাড়িয়ায় রেলস্টেশনে বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে নাগরিক ফোরাম।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আফম কাউসার এমরান, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এই স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজসক নয়। তারা স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধসহ বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতীর জোর দাবি জানান।