আলফাডাঙ্গায় মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পিএম

ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইলে মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) রাতে গণমাধ্যমে এক বিজ্ঞাপ্তি প্রকাশের মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় সংগঠন কর্তৃপক্ষ।
কমিটিতে শেখ কামাল আহমেদকে আহ্বায়ক, মো. ইরান মোল্যাকে যুগ্ম আহ্বায়ক, মো. নাজমুল মোল্যাকে সদস্য সচিব ও আতাউর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়েছে। কমিটিতে পাঁচ জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছে, মো. শওকত, লাভলু ফকির, বিপ্লব শেখ, মো. শরিফুল ও নাসির শেখ।
সংগঠনটির সদস্যরা জানান, মধুমতি নাবিক সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় সামাজিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এলাকার গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা বা উদ্বুদ্ধ করা। সকল নাবিকদের মধ্যে সু-সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন তৈরী করা, নাবিক অথবা নাবিকদের পরিবারের কোনো সদস্য আর্থিক বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হলে তাদেরকে সহায়তা করা। কোনো অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে সংগঠনটি।