ময়মনসিংহে বাবা-ছেলে হত্যা, গ্রেপ্তার ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলে হত্যার ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সাভার ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
আজ সকালে র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গত বুধবার ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় নিহত খায়েরের ছেলে রিফাত বাদী হয়ে গত বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করে।
বৃহস্পতিবার র্যাব-১৪ অভিযান চালিয়ে সাভারের বাইপাইল থেকে অভিযুক্ত কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের ১৫ বছর বয়সী ছেলে ও কামালের শ্যালক মো. নাঈমকে (১৯) গ্রেপ্তার করে।
মহিবুল ইসলাম খান বলেন, জমি নিয়ে বিরোধের ধরে হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।