বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো কৃষিশ্রমিকের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:০৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামুতে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে রশিদ আহমদ (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ভালুকিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত রশিদ আহমদ উপজেলার জোয়ারিয়ানালা ৫নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
মৃতের স্বজনরা জানান, জোয়ারিয়ানালার ফরেস্ট অফিসের প্রায় দুই কিলোমিটার পূর্ব পাশে মোইষ্যা খাল নামক স্থানের কৃষিজমিতে রশিদ আহমদ কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভালুকিয়া নামক স্থানে পৌঁছালে বন্য হাতির সামনে পড়ে যান। এসময় হাতি তাকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তিকে দাফনের পর বন বিভাগের নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।