শান্তিগঞ্জ প্রেসক্লাবের বনভোজন সম্পন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে দিনব্যাপী শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যায় বার্ষিক বনভোজনের শেষ হয়।
বনভোজনে দিনব্যাপী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ‘পিকনিক স্পটে’ ঘুরে বেড়ান সাংবাদিকেরা। এসময় খেলাধুলা, গান-গল্প, আড্ডা ইত্যাদির মাধ্যমে দিনটিকে উদযাপন করেন উপজেলার গণমাধ্যমকর্মীরা।
বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন-শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াছ আলী, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য সালেহ আহমদ হৃদয়, জামিউল ইসলাম তুরান, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও নাহিদ আহমদ।