গোমস্তাপুরে অস্ত্রসহ আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ মো. মাসুদ রানা (২৫) নামে এক এনজিওর মালিককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠিত এনজিও মধুমতির মালিক এবং শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, উপজেলার চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ওসি মাহবুব আরো জানান, সে মোটরসাইকেল যোগে কানসাট থেকে গোমস্তাপুর আসার পথে চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে তার মোটরসাইকেল গতিরোধ করে এ সময় তার দেহ তল্লাশি করলে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তুল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারসহ মো. মাসুদ রানাকে আটক করা হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানা অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।