বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০২:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত লাফার্জহোলসিম বাংলাদেশের সুরমা প্লান্টের সম্প্রতি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়ার্ড। ছাতক প্লান্টে তাকে স্বাগত জানান কোম্পানির প্রধান নির্বাহি রাজেশ সুরানা। এসময় কোম্পানির নির্বাহি কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাথালি শিউয়ার্ড তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে। বেশির ভাগ সুইস বহুজাতিক কোম্পানি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে যার মধ্যে লাফার্জহোলসিম অন্যতম যা বাংলাদেশের নির্মাণ খাতে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ।

কোম্পানির প্রধান নির্বাহী রাজেশ সুরানা বলেন, দেশের নির্মাণখাতে ইতবাচক পরিবর্তন আনতে কোম্পানি উদ্ভাবনী ও টেকসই নির্মাণ সামগ্রী বাজারে আনার লক্ষ্যে কাজ করছে। এর পাশাপাশি নিজস্ব প্লান্টে ক্লিংকার ও অ্যাগ্রিগেটস এর মতো আমদানি বিকল্প পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।
নাথালি শিউয়ার্ড তার বক্তব্যে আরো বলেন, তিনি স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে লাফার্জহোলসিম এর গৃহিত টেকসই উন্নয়ন কর্মকাণ্ডগুলোর ভূয়সী প্রশংসা করেন।
শেষে তিনি লাফার্জহোলসিম এর বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনকালে তিনি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্লান্টের অ্যাগ্রিগেটস, জিওসাইকেল, উৎপাদন পদ্ধতি এবং উদ্ভাবনী সুবিধা ঘুরে দেখেন। কর্মীদের উদ্দেশে আয়োজিত টাউন হল মিটিং এ তিনি অংশ নেন এবং এতে বক্তব্য রাখেন।