পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৪:১৫ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে শনিবার নিরাপদ সড়ক দিবস পালিত হয়। ছবি: ভোরের কাগজ
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- স্লোগানকে সামনে রেখে পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি ও পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে একাধিক প্রশাসনিক কর্মকর্তা ছাড়া উপজেলা ট্রাক্টরচালক ও মালিক সমিতি, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সমিতি, সিএনজি চালক সমিতি, ব্যাটরি চালিত অটো রিকসা চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদিনই অক্লান্ত পরিশ্রম করছে। প্রশাসন চেষ্টা করছে সড়কে যেন আর একটি মৃত্যুও না ঘটে। সড়কে চলতে হলে আইন মানতে হবে। কেউ আইন ভঙ্গ করলে মামলাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর উপজেলা প্রশাসন।