
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:৪৯ এএম
আরো পড়ুন
ভাসানচরের পথে আরও ৯৫০ রোহিঙ্গা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত
দেড় মাস পর কক্সবাজারের ক্যাম্প থেকে আবারও নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গাদের একটি দল।
রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পাঁচটি বাসে করে পাঁচ শ’ রোহিঙ্গা পরিবার ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে রাতে আরও ৪৫০ পরিবার রওনা দেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছবেন তারা।
গত বছরের ডিসেম্বর থেকে ১৭ দফায় এ পর্যন্ত প্রায় ৩০ সহস্রাধিক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়েছে সরকার। এর আগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেয়া হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
দেড় মাস পর কক্সবাজারের ক্যাম্প থেকে আবারও নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গাদের একটি দল।
রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পাঁচটি বাসে করে পাঁচ শ’ রোহিঙ্গা পরিবার ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে রাতে আরও ৪৫০ পরিবার রওনা দেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছবেন তারা।
গত বছরের ডিসেম্বর থেকে ১৭ দফায় এ পর্যন্ত প্রায় ৩০ সহস্রাধিক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়েছে সরকার। এর আগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেয়া হয়।