বরগুনায় ঈদে মিলাদুন্নবী পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১২:৪০ পিএম

রবিবার বরগুনার আমতলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়। ছবি: ভোরের কাগজ
বরগুনার আমতলীতে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় আমতলী পৌর শহরের বিভিন্ন সড়কে এক আনন্দ র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। র্যালি শেষে সাকিব প্লাজা চত্ত্বরে পৌর সভার সভাপতি মো. মেনাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আলহাজ্ব আবু জাফর মোহম্মন সালেহ সামসুদ্দোহা পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউসুফ শিকদার, পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আহসান হাবিব দুলাল ও জমিয়তে হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন শাখার নেতারা।