কাপ্তাইয়ে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৮:৩৫ পিএম

বুধবার বিজয়া দশমীর দিন রাঙামটির কাপ্তাইয়ে প্রতিমা বিসর্জন দেন স্থানীয় হিন্দুরা। ছবি: ভোরের কাগজ

বুধবার রাঙামাটির কাপ্তাইয়ে বিসর্জনের আগমুহূর্তে নৌ-র্যালি। ছবি: ভোরের কাগজ
কাপ্তাই উপজেলার শেষ প্রান্তে কর্ণফুলী নদীতে বনাঢ্য নৌ র্যালির মাধ্যে দিয়ে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে ভক্তি অঞ্জলি দিয়ে জয় জোয়ারে ঢাক কাঁসর বাজিয়ে দেবী দুর্গাকে বির্সজন দিলেন বুধবার (৫ অক্টোবর) বিকেলে।
হাজারো ভক্তের জয়ধ্বনি আর উলুধ্বনিতে কর্ণফুলী নদীর দুকোলে ভক্ত দর্শনার্থী সকলের উপস্থিতিতে এই প্রতিমা নিরঞ্জন উৎসব একটা সর্বজনীন উৎসবে রূপ নেয়। কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করেছে বিজয়া নৌ-র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। কর্ণফুলী নদীর ওপর ফেরিতে সুবিশাল মঞ্চে তিনঘণ্টাব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
[caption id="attachment_373516" align="aligncenter" width="700"]
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার। তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। আজ এদেশে প্রতিটি ধর্মের উৎসবে সব ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে অংশ নিয়ে থাকে।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিক, কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বর্তমান চেয়ারম্যার আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চিরনজীত তঞ্চংগ্যা ও চিৎমরম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।