×

সারাদেশ

শ্রীনগরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০১:৫০ এএম

শ্রীনগরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

   

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার লস্করপুর নতুনরাস্তা বাসস্ট্যান্ডে মো. জান্নাত (২৪) একই এলাকার শরিফ ঢালীকে (২৩) ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা আহত শরিফকে উদ্ধার করে আলমপুর হেনা আহমেদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ঘাতক জান্নাত পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, হাসাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদের চাতালের মজুর শরিফ শেখ (৫৫) কাজের ফাঁকে ঢালীবাড়ি এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিনের ছেলে জান্নাত প্রায়ই তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যেত। শনিবার বিকালে সে ঝালমুড়ি খেয়ে টানা না দিয়ে চলে যাওয়ার সময় ঝালমুড়ি বিক্রেতা জান্নাতের কাছে টাকা চাইলে সে ঝালমুড়ি বিক্রেতাকে চলা দিয়ে মারধর করে।

বিষয়টি নিয়ে ইউপি সদস্য হারুন অর রশিদ লোকজন নিয়ে লস্করপুর নতুন রাস্তার স্ট্যান্ডে জান্নাতের কাছে জানতে আসলে সে ইউপি সদস্যকে ছুরি দিয়ে আঘাত করতে আসে। এসময় ইউপি সদস্য হারুন অর রশিদ সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা দিন মজুর শরিফ ঢালীর বুকের উপরের দিকে ছুরিটি বিদ্ধ হয়।

স্থানীয়রা শরিফ ঢালীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হেনা আহমেদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরিফ ঢালী ওই এলাকার মানসিক ভারসাম্যহীন তৈয়ব ঢালীর পুত্র। সে দিন মজুর ও এলাকায় সহজ সরল হিসেবে পরিচিত।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, হেনা আহমেদ হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ঘাতক পলাতক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App