×

সারাদেশ

ময়মনসিংহে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬ পিএম

ময়মনসিংহে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

ছবি: সংগৃহীত

   

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাঠবাজারের জিরো পয়েন্টে নামে এক কলেজছাত্রকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

নিহত কলেজছাত্রের নাম জহিরুল ইসলাম মিটু (২২)।

স্থানীয়রা জানান, একাধিক হত্যা মামলার আসামি ডেভিট রকি (২৮) নামের এক সন্ত্রাসী উপর্যুপরি ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা পৌর বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার পাটবাজারের জনৈক টিপু সুলতানের স্বর্ণের দোকানে স্বর্ণের একটি আংটি নিয়ে কথাকাটাকাটি হয়।

এতে মিটু প্রতিবাদ করেন। এ খবর পেয়ে এগিয়ে আসে সন্ত্রাসী ডেভিট রকি।

এক পর্যায়ে রকি উত্তেজিত হয়ে মিটুকে ডেকে নিয়ে দাঁড়াল ছুরা দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিটুর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে লোকজন পাটবাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, নিহত মিটু হচ্ছেন বোকাইনগর গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের শেষ বর্ষের ছাত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App