ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৭:২০ পিএম

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সাতকানিয়া আলীয়া মাদ্রাসার এতিমখানায় আয়োজিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম।
দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, সহ-সভাপতি মহিউদ্দীন মিন্টু, যুবলীগ নেতা কামাল উদ্দীন,যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত লিলি, যুবলীগ নেতা মো. জাবেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জুনায়েদসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
মাহফিলে কোরআন খতমের পর দোয়া ও মিলাদ পরিচালনা করেন মওলানা হাফেজ জসীম উদ্দীন। মোনাজাতে করোনা আক্রান্ত আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা ও দেশের বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য এবং আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের সব আওয়ামী লীগ নেতাকর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়।