পদ্মায় মুহূর্তেই বিলীন চারতলা স্কুল ভবন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৮:৪৯ এএম

মঙ্গলবার দুপুরে মনিকগঞ্জের হরিরামপুরে মঙ্গলবার চারতলাবিশিষ্ট স্কুল ভবন পদ্মায় বিলীন হয়ে যায়। ছবি: ভোরের কাগজ

মঙ্গলবার দুপুরে মনিকগঞ্জের হরিরামপুরে মঙ্গলবার চারতলাবিশিষ্ট স্কুল ভবন পদ্মায় বিলীন হয়ে যায়। ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর চরাঞ্চলে পদ্মা নদীর খরস্রোতা পানিতে মুহূর্তেই বিলীন হয়ে গেল কোটি টাকা ব্যয়ে এমপিওভুক্ত ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা স্কুল ভবন।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার আজিমনগর হাতিঘাটা এলাকায় অবস্থিত ওই স্কুল ভবন পদ্মায় বিলীন হয়ে যায়। এছাড়া হাতিঘাটা এলাকায় স্কুলের কাছাকাছি পদ্মা নদীর স্রোতে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রায়ন প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও বিলীন হয়ে গেছে।
উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় পানি বাড়ার মধ্যেই মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুরসহ বেশ কয়েকটি উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে।