×

সারাদেশ

আখাউড়ায় এক বছরে ট্রেনে কাটা পড়ে ৪৫ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ পিএম

আখাউড়ায় এক বছরে ট্রেনে কাটা পড়ে ৪৫ জনের মৃত্যু

আখাউড়া রেল জংশন স্টেশন। ছবি: ভোরের কাগজ

   
নবম শ্রেণীর ছাত্র বোরহান উদ্দিন রাকিব। বর্তমান সময়ের প্রযুক্তির হাওয়া লাগে তার গায়েও। তাই তো বাবার কাছে বায়না ধরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিতে। যতই বায়না ধরুক এই অল্প বয়সে ছেলের হাতে মোবাইল তুলে দিতে একেবারেই নারাজ পিতা আপেল উদ্দিন। কিন্তু এক সময় পিতৃ হৃদয় হার মানে সন্তানের আবদারের কাছে। কিনে দেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। কে জানত এই মোবাইলই যে ছেলের জীবনের মৃত্যুর কারণ হবে। রাকিবদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামে। বাড়ির পাশেই আখাউড়া-সিলেট রেলপথ। বিকাল হলেই রাকিব মোবাইল নিয়ে ছুটে যেত রেল লাইনের ধারে। অন্যান্য বন্ধুদের সঙ্গে সেও রেললাইনে বসে গেম খেলত। দিনটি ছিল ২৬ অক্টোবর বিকেল বেলা। বন্ধুদের সঙ্গে রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল সে। ট্রেন আসার শব্দ শুনে সবাই রেললাইন থেকে সরে গেলেও রাকিব মোবাইল গেমে মশগুল ছিল। তাই তো ট্রেনের হর্নের শব্দ তার কানে পৌছেনি। এসময় সিলেটগামী ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া সেকশনের, আখাউড়া-আশুগঞ্জ, আখাউড়া-মন্দভাগ ও আখাউড়া-মুকন্দপুর রেলপথ থেকে গত এক বছরে ৪৫টি মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাদের মধ্যে শিশু দুইজন, নারী ৪ জন ও পুরুষ ৩৪ জন। তবে তাদের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নাম ও পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসাবে তাদের মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের সহযোগিতায় দাফন করা হয়। বাকি মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। পুলিশের দেয়া তথ্য ও অনুসন্ধান করে জানা গেছে, চলন্ত অবস্থায় ট্রেনে উঠানামা, ছাদে ভ্রমণ, দুই বগির সংযোগস্থলে বসা, কানে ইয়ারফোন লাগিয়ে লাইন ধরে হাঁটা, রেললাইনে বসে গেম খেলা, রেল ক্রসিং পারাপার ও অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হন তারা। এছাড়া ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুর মতো ঘটনাও আছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল করিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহের বেশির ভাগই ছিল মানসিক ভারসাম্যহীন। তদন্ত করতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। এছাড়া অসাবধানতার কারণেই এসব দূর্ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App