পাথরঘাটায় সাতটি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০১:৪৩ পিএম

সোমবার বরগুনায় পাথরঘাটায় উদ্ধারকুত হরিণের চামড়া ও মাংস। ছবি : ভোরের কাগজ
বরগুনার পাথরঘাটায় জবাইকৃত ১০ কেজি হরিণের মাংস ও সাতটি হরিণের চামড়া উদ্ধারের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ নভেম্বর) রাত ১১টায় পাথরঘাটা কোস্টগার্ড সদর ইউনিয়নের চরলাঠিমারার একটি খাল পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে।
কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বলেন, চোরাকারবারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাথরঘাটার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি খালের পাড় থেকে সাতটি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
এছাড়া ঘটনার সময় কাউকে আটক করা যায়নি। এদিকে বারবার হরিণের মাংস চামড়া উদ্ধার হওয়ার সঙ্গে জড়িতরা আটক না হওয়ায় এলাকায় বিভিন্ন কানাঘুষা শুরু হয়েছে এবং দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।