×

সারাদেশ

অবশেষে বেসরকারি কোম্পানির মাধ্যমে ডুবন্ত ফেরি উদ্ধারের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৬:৩১ পিএম

অবশেষে বেসরকারি কোম্পানির মাধ্যমে ডুবন্ত ফেরি উদ্ধারের সিদ্ধান্ত

ডুবে যাওয়া আমানত শাহ ফেরি। ফাইল ছবি

   

সরকারের উদ্ধারকারী জাহাজগুলোর সক্ষমতা না থাকায় ফেরিডুবির পাঁচদিনের মাথায় সিদ্ধান্ত হয়েছে বেসরকারি কোম্পানি দিয়ে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধার করা হবে। অর্থাৎ চট্টগ্রামের বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজ এ ফেরি উদ্ধার করবে। এ তথ্য নিশ্চিত করেছেন ফেরিডুবির ঘটনায় উদ্ধার কাজের প্রধান সমন্বয়ক বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান। তিনি বলেন, জেনুইন এন্টারপ্রাইজের পৃথক ছয়টি উইনস বার্জ ফেরিটি উদ্ধার কাজে নামবে।

সোমবার (২৫ অক্টোবর) থেকে ডুবে যাওয়া আমানত শাহ উদ্ধারের মূল কাজ শুরু হবে। ইতোমধ্যে ওই বেসরকারি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান বলেন, রবিবার (৩১ অক্টোবর) দুপুরে নৌ মন্ত্রণালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের যাবতীয় ব্যয় বহন করবে বিআইডব্লিউটিএ। তবে নৌ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ব্যয় বহন করা হবে।

ফজলুল রহমান আরও জানান, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ফেরি উদ্ধারের। আর উদ্ধার কাজে চুক্তি হয়েছে চট্টগ্রামের প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেরিটি উদ্ধারে চট্টগ্রামের প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব বদিউল আলমের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার (১ নভেম্বর) থেকে পাটুরিয়া ৫ নং ফেরি ঘাটের কাছে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App