×

চট্টগ্রাম

আবারো বান্দরবানে ২০ শ্রমিক অপহরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

আবারো বান্দরবানে ২০ শ্রমিক অপহরণ

ছবি: সংগৃহীত

   

বান্দরবানের লামা উপজেলায় ১৫ দিনের ব্যবধানে ২০ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।

অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।

তারা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের সদস্য মংমে মার্মা বলেন, ঘটনাস্থলটি দুই উপজেলার সীমানায়। কতজনকে নিয়ে গেছে সেই সংখ্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।

ইউপি সদস্য জিয়াবুল হক বলেন, চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে থাকতে পারে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি ও অপহরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার সীমান্তে দুর্গম এলাকা গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান। সেখান থেকে শ্রমিকদের সন্ত্রাসীরা অপহরণ করেছে। তাদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তারা ফিরে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App