বান্দরবানে জুমে কর্মরত নারী গুলিবিদ্ধ

চনুমং মারমা, রুমা (বান্দরবান) সংবাদ দাতা
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

ছবি : ভোরের কাগজ
বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের উমেপ্রু মার্মা (৩৪) নামের এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘন বনজঙ্গলের ভেতর জুমে কর্মরত অবস্থায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। অনেকের ধারণা এটি পাহাড়ের কোনো সশস্ত্র গোষ্ঠীর কাজ হতে পারে।
গুরুতর আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার মেয়ে এবং বান্দরবান সদরের করুণাপুর পাড়া নিবাসী রোমেল তঞ্চগ্যার স্ত্রী। বাবার বাড়ি বেড়াতে এসে বাবার জুমে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।
আরো পড়ুন : ফটিকছড়িতে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এক মার্মা নারী গুলিবিদ্ধ হয়েছে। বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
আহত নারীর ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার বোন (উমেপ্রু মারমা) রবিবার বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে জুম ক্ষেতে কাজের সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমাগ্রী পাড়ায় এক মার্মা নারী সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে কার দ্বারা গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।