×

চট্টগ্রাম

কোরআন অবমাননার দায়ে যুবক গ্রেপ্তার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

কোরআন অবমাননার দায়ে যুবক গ্রেপ্তার

অভিযুক্ত নারায়ণ দাস। ছবি: ভোরের কাগজ

   

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামে ফেসবুকে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নারায়ণ দাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নারায়ণ দাস ওই গ্রামের নওরেশ দাসের ছেলে।

জানা যায়, নারায়ণ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসআই সাইমুমের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি এর আগে তার ফেসবুক প্রোফাইল থেকে এই আপত্তিকর পোস্ট শেয়ার করেছিলেন। প্রথমে তার প্রোফাইলে অন্য একটি ছবি ছিল। তবে সম্প্রতি তিনি সেই পোস্টটি পুনরায় শেয়ার করার পর তার প্রোফাইল ছবিতে নিজের ছবি ব্যবহার করতে দেখা যায়। পোস্টটি নতুন করে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়।

আরো পড়ুন: চিন্ময় দাসের জামিন শুনানি পেছালো

অভিযুক্তের গ্রেপ্তারের পর এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানায়। স্থানীয়রা বলেন, “এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। আমরা দ্রুত এবং কঠোর বিচারের দাবি জানাই।”

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সার্কেল স্যার আসছেন, তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।” তিনি আরো বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয়ে যেকোনো পোস্ট দেয়ার আগে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App