×

চট্টগ্রাম

নাফ নদী থেকে ১ বাংলাদেশীর লাশ উদ্ধার

Icon

জসিম আজাদ, উখিয়া (কক্সবাজার) থেকে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

নাফ নদী থেকে ১ বাংলাদেশীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

   

কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশী এক নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

উদ্ধার করা মরদেহটি পালংখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশর (১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ৫ বাংলাদেশী নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর নামে একজন বাংলাদেশী নাগরিককে পিটিয়ে ও হাতের বাহু, ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। 

আরো পড়ুন: কুয়াকাটায় লাখো পূণ্যার্থী ও পর্যটকদের ভিড়ে শেষ হয়েছে রাস উৎসব

পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা আজ (শনিবার) সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান, মাছ শিকারে গিয়ে দুদিন আগে ৫ জন বাংলাদেশী অপহরণ হয়। এদের মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App